ইট পাথরের শহরে এখনও টিকে আছে বক

পটুয়াখালী, দেশের খবর

আব্দুস সালাম আরিফ, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, পটুয়াখালী | 2023-08-22 22:12:48

অপরিকল্পিত নগরায়ণের কারণে কমছে জলাধার এবং ফসলি জমিসহ পরিবেশবান্ধব স্থাপনা। ফলে শহরগুলোতে এখন আর পাখিদের ছোটাছুটি কিংবা কিচিরমিচির শব্দ শোনা দায়। তবে এ ক্ষেত্রে একটু ভিন্নতা চোখে পড়ে পটুয়াখালী শহরের অফিস পাড়া এবং সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায়।

খাবার খুঁজছে সাদা বক

পটুয়াখালী জেলা প্রশাসকের বাস ভবনের বিপরীত পাশে, সোনালী ব্যাংকের পেছনের খালি মাঠ এবং গণপূর্ত বিভাগের পানির ট্যাংকের আশপাশের এলাকায় এখনও বক এবং বিভিন্ন পাখিদের মেলা বসে।

শীতের কুয়াশা ভেজা সকালে খাবারের সন্ধানে হাজির হয় বিভিন্ন প্রজাতির বক। যা দেখলে যে কাউকেই মুগ্ধ করবে। শুধু সাদা বক নয় বাহারি রঙের মাছ রাঙাও দেখা যায় এই এলাকায়।

সাদা বকের উড়াউড়ি

তবে এই শহরেও দিন দিন কমতে শুরু করেছে পুকুর, দিঘিসহ প্রাকৃতিক জলাধার, গাছপালা এবং খালি মাঠ।

তাইতো শহরের প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার দাবি পরিবেশ প্রেমী মানুষদের।

এ সম্পর্কিত আরও খবর