বালিশের নিচ থেকে হেরোইন উদ্ধার: নারীর যাবজ্জীবন

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 18:08:51

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় মালেকা খাতুন নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা আদালতের বিজ্ঞ বিচারক মুন্সী মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মালেকা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডির পাকুড়িয়ার গোলাম মোস্তফার স্ত্রী।

জানা গেছে, ২০১৫ সালের ৬ এপ্রিল মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুন্ডির পাকুড়িয়া এলাকায় গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গোলাম মোস্তফার স্ত্রী মালেকা খাতুন পুলিশের হাতে ধরা পড়েন। এ সময় তার খাটের উপর বালিশের নিচ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর