মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকায় এক গৃহবধূ (২৪) গণধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আসামিদের আদালতে পাঠানো হবে।
জানা গেছে, সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম এলাকায় দুই সন্তান ও স্বামীকে নিয়ে থাকেন ওই গৃহবধূ। বুধবার রাত ১২টার দিকে সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ৭-৮ জন ব্যক্তি। এ সময় বিষয়টি টের পেয়ে স্বামী-স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। পরে ওই গৃহবধূর স্বামীকে হাত-পা বেঁধে পাশের ঘরে আটকে রাখে। এরপর ৫ জন ওই গৃহবধূকে গণধর্ষণ করে। পরে তারা চলে যায়।
এদিকে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে স্থানীয় লেবু (৪০), মতিয়ার রহমান (৪৫), আব্দুল মাজেদ (৪০) ও মো. জহুর (৩০) সহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় লেবু, মতিয়ার রহমান, আব্দুল মাজেদ ও মো. জহুরকে গ্রেফতার করেছে পুলিশ। এদের সবার বাড়ি চারিগ্রাম এলাকায়।
মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।