কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ সংঘবদ্ধ একটি ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ ওই ডাকাত চক্রের দুই সদস্য প্রথমে হকার সেজে মার্কেটের আশপাশে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তারা মোবাইল ও বিকাশের দোকানে ডাকাতি করে। এর আগে আশুলিয়ার নবীনগরের একটি মার্কেটে ডাকাতির কথা স্বীকার করেছে তারা। শুক্রবার কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মবাড়িয়ার কসবা উপজেলার কালামইর গ্রামের সোহেল মিয়া, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ এলাকার মহরম আলী, একই উপজেলার নলচৌমুহনী এলাকার সিরাজ মিয়া, পালাসুতা এলাকার সুমন, নিয়ামতপুর এলাকার কাওসার, জেলার দেবিদ্বার উপজেলার আলোকপুর গ্রামের মোশারফ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্রুপঝাড় গ্রামের শুকুর আলী।