শৈলকুপার ওসিকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ | 2023-08-27 16:57:42

ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানের প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ে ওই মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন জানান, গত শুক্রবার এম এস সোনার বাংলা নামের একটি গাড়ির সুপারভাইজার আকাশ শেখকে মারপিট করে যাত্রীরা। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় অভিযোগ জমা দিতে গেলে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান তা গ্রহণ করেননি। উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। এর প্রতিবাদে ও ওসিকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। দেড় ঘণ্টাব্যাপী চলে ওই সড়ক অবরোধ কর্মসূচি।

এ ব্যাপারে জানতে শৈলকুপা থানার ওসি বজলুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করেননি তিনি।

এ সম্পর্কিত আরও খবর