ঢাকা-সিলেট রেলপথে শ্রীমঙ্গলের সাতগাঁও পাহাড়ি এলাকায় ট্রেনে ছোড়া ঢিলে আফরিদা জাহান রুহি নামের দুই বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহত শিশু সিলেট জিন্দাবাজার এলাকার মো. রাসেল আহমেদের মেয়ে।
আহত শিশুর বাবা রাসেল আহমেদ বলেন, ‘শনিবার সকালে ঢাকা থেকে স্ত্রীসহ আমার দুই সন্তানকে নিয়ে পারাবত ট্রেনে করে সিলেট যাচ্ছিলাম। ট্রেনটি শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসার পর শ্রীমঙ্গলের সাতগাঁও পাহাড়ি এলাকায় আসলে হঠাৎ করে ট্রেনের ভেতর রেললাইনের পাশ থেকে ঢিল ছোড়া হয়। ঢিলটি আমার মেয়ের গায়ে পড়লে সে আহত হয়। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘চলন্ত ট্রেনের ভেতরে থাকা অবস্থায় দুই বছরের ওই শিশুটির ওপর ঢিল ছোড়ার কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মা হাসপাতালে নিয়ে আসলে আমরা ভর্তি করি। শিশুটির শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে ট্রেন ছেড়ে আসার পর এই ঘটনা ঘটে। যারা ঢিল ছুড়েছে তাদের ধরার চেষ্টা চলছে।’