মাটিরাঙ্গায় ভুয়া ডাক্তারের ১ বছর কারাদণ্ড

খাগড়াছড়ি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি | 2023-08-29 20:49:56

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভুয়া এমবিবিএস সনদধারী সিফাত হাসান শাহিন নামের এক প্রতারক ডাক্তারকে আটক করে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) দুপরের দিকে উপজেলার একটি চেম্বার থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা ইউএনও পরিচালিত অভিযানে এ কারাদণ্ড দেওয়া হয়।

আটক সিফাত হাসান শাহিন ঢাকার কদমতলী দনিয়া এলাকার সওদাগর বাড়ির মো. জজ মিয়ার ছেলে। তাকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারায় এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সিফাত হাসান শাহিন নিজেকে এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন) ও সিসিডি (বারডেম) মেডিসিন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনের জমিলা ফার্মেসিতে রোগী দেখে আসছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, শাহিন নিজের দোষ স্বীকার করে নিলে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর