আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভার্সিটি ক্যাম্পাসের পিঠা উৎসবে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও অতিথি অংশ নেন। অনুষ্ঠানে লোকজ ঐতিহ্যের আলোকে শীতকালীন বিভিন্ন পিঠা, পুলিতে আপ্যায়ন করা হয় অভ্যাগতদের।
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেলের সহায়তায় ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত পিঠা উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. আ.ন.ম নৌশাদ খান, ভার্সিটির ভিসি, ট্রেজারার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, রাজনীতিবিদ ভূপেন্দ্র ভৌমিক দোলন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।