নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি নাছির ভান্ডারী (৬৪) আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নাছির ভান্ডারী নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগর এলাকার মৃত হাশেম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এপিপি জাসমিন আহমেদ বলেন, ২০১৮ সালের ৫ মে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তমিজউদ্দিন প্রধানের নেতৃত্বে অভিযান চালিয়ে নাছির ভান্ডারীর বাসা থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ছিল প্রায় ১২ লাখ টাকা। পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায় আসামি নাছির ভান্ডারী দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।