যশোরের বেনাপোলে সীমান্তের বিভিন্ন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বেনাপোল মাহবুবা হক এতিমখানা প্রাঙ্গণে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শার্শা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, মাহবুবা হক এতিমখানার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন।
কোরআন প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীতে ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আলজামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম কওমি মাদরাসার পরিচালক হযরত মাওলানা কামরুজ্জামান, জামিয়া আরাবীয়া বাগে জান্নাত কওমি মাদরাসার পরিচালক হযরত মাওলানা সাইদুল বাসার, বেনাপোল দারুল উলুম কওমি মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুফতি আবু হানিফসহ ৭ বিচারক।
প্রতিযোগিতায় শার্শা উপজেলার ১৬ টি হেফজখানার শিক্ষার্থীরা পাঁচ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিসেবে ৪টি খণ্ডে প্রতিযোগিতা করে। পরে চার গ্রুপের মধ্যে ১০ জন করে ৪০ প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।