দোতারা বাজিয়েই সংসার চালান ষাটোর্ধ্ব ইয়ার আলী ফকির। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতনি মিলে ৬ সদস্যের পরিবার তার।
কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস কলোনি পাড়া এলাকার বাসিন্দা হলেন ইয়ার আলী। টুনটুন বাউলের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দোতারা বাজান তিনি। মাঝে মাঝে গানও গেয়ে থাকেন।
জানা গেছে, মাত্র ১৭ বছর বয়সেই দোতারা বাজানো শুরু করেন ইয়ার আলী। পাবনার উম্মত ফকিরের মাধ্যমে হাতে খড়ি হয় তার। দোতারা বাজিয়েই আত্মশুদ্ধির পথ খুঁজে নেন। লালনের ছেউড়িয়া থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য বাউল সাধকের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিনি।
বিভিন্ন অনুষ্ঠানে দোতারা বাজিয়ে বিনোদন দিয়ে থাকেন ইয়ার আলী। দোতারাতেই জীবন তার। মাঝে মাঝে গেয়ে ওঠেন বাউল সম্রাট ফকির লালন শাহের গানসহ লোকজ গান।
তার এই দোতারার বাজনা ও গান শুনে মানুষ খুশি হয়ে যা দেয় তা দিয়েই সংসার চলে। অর্থ-বিত্তের প্রতি কোনো লোভ নেই তার। গানের সুরই সাদামাটা মানুষটির জীবনকে ধন্য করেছে। মৃত্যুর আগ পর্যন্ত দোতারা বাজিয়ে শোনাতে চান ইয়ার আলী।