এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 13:42:31

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বাদ আসর বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, সোমবার (২০ জানুয়ারি) বাদ আসর সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে আব্দুল মান্নানের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। প্রয়াত এই সংসদ সদস্যের মরদেহ ঢাকা থেকে প্রথমে সোনাতলা এবং পরে সারিয়াকান্দি উপজেলায় নেয়া হয়।

ঢাকায় সংসদ ভবনে জানাজা শেষে হেলিকপ্টারে করে আব্দুল মান্নানের মরহেদ সোনাতলা উপজেলায় নেয়া হয়। সেখানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত নেতার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।

সেখানে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাখাওয়াত হোসেন শফিক, ফয়েজ আহাম্মদসহ জেলা আওয়ামী লীগের নেতারা।

ওই মাঠে জানাজা শেষে মরহেদ নেয়া হয় তার জন্মস্থান সারিয়াকান্দি উপজেলায়। সেখানে ডিগ্রি কলেজ মাঠে বাদ আসর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে মরহেদ দাফন করা হয়।

উল্লেখ্য, গত শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের ১৯৮৩-৮৫ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া টানা তিনবার আওয়ামী লীগ থেকে বগুড়া-১ আসনে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর