বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-11 09:22:16

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাবা চেরাগ আলীকে (৭০) কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আকবর হোসেন ওরফে এমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক নাছির উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়ণপুর গ্রামে বৃদ্ধ বাবা চেরাগ আলীকে (৭০) কুপিয়ে হত্যা করে ছেলে আলী আকবর৷

উল্লেখ্য, আকবর আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।

এ সম্পর্কিত আরও খবর