বাসি ও পচা মাংস বিক্রির দায়ে মেহেরপুর বড় বাজারে শুকুর আলী নামের এক কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অর্থ দণ্ডিত শুকুর আলীকে বাসি ও পচা মাংস বিক্রিকালে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের পুলিশ টিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় বেশ কয়েকদিন আগে জবেহ করা গরুর বাসি পচা মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সত্যতা প্রমাণিত ও কসাই শুকুর আলী অপরাধ স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে মুচলেকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।