চুয়াডাঙ্গায় ৬ কেজি গাঁজাসহ মর্জিনা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মর্জিনা খাতুন দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত দীন মোহাম্মাদের স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামে মর্জিনা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় নিজ বাড়িতে বাক্সে লুকিয়ে রাখা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৬ কেজি। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। গাঁজাসহ আটক নারীকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে দামুড়হুদা থানায় মামলা করা হচ্ছে।
উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের এনডিসি সাব্বির আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা।