দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ডিসি অফিসের কর্মচারীরা

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 06:43:07

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে নীলফামারীতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন ডিসি অফিস প্রাঙ্গণে।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখার সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুরঞ্জন কুমার রায় ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন।

কর্মবিরতি শেষে দাবী বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারক লিপি প্রেরণ করেন আন্দোলনকারী কর্মচারীদের নেতাগণ।

বাকাসস জেলা সভাপতি ইউছুব আলী বলেন, ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল ও আজ দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়েছে।

তিনি বলেন, কাল ও পরশু তিন ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারি চার ঘণ্টা করে এবং ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর