আশুলিয়ায় ৪ ইট ভাটায় অভিযান, ৪০ লক্ষ টাকা জরিমানা

ঢাকা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া) | 2023-08-23 22:27:45

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ২ ইটভাটাকে ৪০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আরো দুই ইট ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার তুরাগ নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় অবৈধভাবে প্রায় অর্ধশতাধিক ইট ভাটা তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে। তাদের কোনো বৈধ নথিপত্র নেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ফোরস্টার ব্রিকসকে ও সনি ব্রিকসকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তুরাগ ব্রিকস ও ঢাকা ব্রিকসের বেশিরভাগ অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ৪ ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মাকসুদুল ইসলাম বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার অবৈধ ইট ভাটায় অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর