ভারতীয় পাতার বিড়ি পোড়ালো বিজিবি

মৌলভীবাজার, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার | 2023-08-28 19:49:55

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৯ লাখ ১২ হাজার ২শ’ ৫০ টাকা মূল্যের ১৫ লাখ ৬৪ হাজার ৯শ’ শলাকা ভারতীয় পাতার বিড়ি আগুনে পোড়ানো হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের ৪৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা জব্দকৃত এসব তামাকজাতদ্রব্য পুড়িয়ে ধ্বংস করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান, ৪৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. শাজাহান, কুলাউড়ার চাতলাপুর স্থল ও শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব ও গুদাম কর্মকর্তা সজল কান্তি দাসসহ বিজিবির অন্যান্য সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত তামাকজাত পণ্যের নাসির পাতার বিড়ি ব্যাপক চাহিদা থাকায় কিছু অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকর পণ্য চোরাই পথে দেশে আমদানি করার সময় বিজিবির হাতে ধরা পড়ে। আজ সেই পাতার বিড়িগুলো ধ্বংস করা হলো।

এ সম্পর্কিত আরও খবর