শীতকাল আসলেই দেশের বিভিন্ন স্থানে পিঠা উৎসব হয়। ধনী, গরিব এমনকি বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় অনুষ্ঠান করে পিঠা উৎসব উদযাপন করে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রায় ৫০ রকমের পিঠা প্রদর্শন করা হয়।
মাদরাসায় এমন পিঠা উৎসবে মেতে ওঠে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা এবারের মতো প্রতিবার পিঠা উৎসব আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই মাদরাসার অধ্যক্ষ মো. সাবিরুল ইসলাম, মাদরাসার পরিচালক গোলাম রসূল, সহকারী শিক্ষক আবদুর রশিদ, মামুন আলী ও দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সুস্বাদু ও ভিন্ন ধরনের পিঠা তৈরিকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে প্রথমস্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোসা. হাবিবা খাতুন, দ্বিতীয়স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির ছাত্রী মোসা. সালমা খাতুন এবং তৃতীয়স্থান অধিকার করে তৃতীয় শ্রেণির ছাত্রী মোসা. সাবিহা আফরোজ।
শিক্ষিকাদের মধ্যে প্রথমস্থান অধিকার করেন সালমা আসিয়া এবং দ্বিতীয়স্থান অধিকার করেন মোসা. হাজেরা খাতুন।