আদালতের হস্তক্ষেপে কারামুক্ত নিরপরাধ রফিকুল

গাজীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-30 06:45:46

নামের সঙ্গে মিল থাকায় করাতকলের মালিকের পরিবর্তে চা বিক্রেতা রফিকুল ইসলাম সাতদিন জেল খেটে বৃহষ্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মীর রকিবুল হক জানান, গাজীপুর জেলা বন আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন্নাহার ২৩ জানুয়ারি রফিকুল ইসলামকে মুক্তির আদেশ দেন।

এর আগে বুধবার ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে শ্রীপুর থানা পুলিশের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন চেয়েছিল আদালত।

মামলার সঙ্গে চা বিক্রেতা রফিকুল ইসলামের কোনো সম্পর্ক নেই মর্মে থানা পুলিশ প্রতিবেদন জমা দিলে আদালত তাকে মুক্তির আদেশ দেন।

কারাগারের জেলার গোলাম মোস্তফা জানান, আদালতের আদেশের কপি পেয়ে নথিপত্র যাচাই শেষে রফিকুলকে মুক্তি দেওয়া হয়েছে। তার স্বজনেরা কারা ফটক থেকে রফিকুল ইসলামকে গ্রহণ করেছেন।

ছেলেকে পেয়ে রফিকুল ইসলামের বাবা নূর মোহাম্মদ বলেন, আমি আল্লাহ্তায়ালা ও আদালতের কাছে কৃতজ্ঞ। শুধু পুলিশ নয় কারও ভুলের কারণে কোনো নিরপরাধ মানুষ যেন দুর্ভোগের শিকার না হয়।

বন মামলায় পরোয়ানাভুক্ত এক আসামির নামের সঙ্গে মিল থাকায় গত ১৭ জানুয়ারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (দারগারচালা) এলাকার নূর মোহাম্মদের ছেলে।

মামলার প্রকৃত আসামি নূর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম জানান, তিনি করাতকলের ব্যবসা করেন। মামলাটি তার বিরুদ্ধে করা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর