মানিকগঞ্জের হরিরামপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ৫ মণ গুড় ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর উপজেলার ঝিটকা এলাকায় এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বার্তা২৪.কমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিটকা এলাকায় দুইটি কারখানার অভিযান চালানো হয়। এসময় করাখানা থেকে ভেজাল গুড় তৈরির ক্ষতিকারক রঙ, ফিটকারী, ডালডা, হাইড্রোজ ও চিনি দিয়ে তৈরি ৫ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। পরে জব্দ করা গুড় ও গুড় বানানোর উপকরণ ধ্বংস করা হয়।
তিনি বলেন, এসময় ঝিটকা বাজার সংলগ্ন এলাকার বাচ্চু মিয়া ও রজব আলী নামের দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।