‘জনগণের কাছে মেডিকেল শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে’

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,মানিকগঞ্জ | 2023-08-28 13:29:02

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজের স্থাপনা যেমন গড়ে উঠছে, তেমনি ট্যাক্সের টাকা শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যয় হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো মানের ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে হবে। সেবার মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমি ভবন, ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, কিছু দিনের মধ্যে সারা দেশে মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্য সেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজে গুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া রয়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শিশির রঞ্জন দাস, ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন, মো. ওয়ালি উল্লাহ।

এ সম্পর্কিত আরও খবর