মাদক-বাল্যবিবাহ-ধর্ষণকে লাল কার্ড দেখালো কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-25 00:58:42

কুমিল্লায় মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে পাঁচশ’ শিক্ষার্থী।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘ নামের একটি সংগঠনের উদ্যোগে চান্দিনা উপজেলার জোয়াগ আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা এই কার্ড দেখানো কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় তারা মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলার পাশাপাশি নিয়মিত পড়াশুনা করে যোগ্য নাগরিক হওয়া ও সবসময় সত্য কথা বলার শপথ করেন।

সচেতনতামূলক এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মজুমদার, লাল সবুজ সংগঠনের উপদেষ্টা ও ধেরেরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তরিকুল ইসলাম তারেক, সংগঠনের উপজেলা সভাপতি সৌরভ মাক্সুদ ও সদস্য মিনহাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ চান্দিনা শাখার সাধারণ সম্পাদক ছাইফুল্লাহ মানছুর, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল, সদস্য কাজী রুবেল, হৃদয়, ফজলে রাব্বি, রাশেদ, সোহাগ, রাকিব, শাকিল, সাইদুল, প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর