বঙ্গবন্ধুর আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়: অর্থমন্ত্রী

কুমিল্লা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-14 17:38:14

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়, এ আদর্শকে তাদের কাছে রেখে যেতে চাই। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এই সত্যকে মানুষের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। তাই জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাইতে এই বিশাল আনন্দ মেলার আয়োজন করা হয়েছে।’

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুরে নিজ বাড়িতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মেলা নিয়ে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘জাতির জনকের আদর্শকে আবার নতুন করে এলাকার মানুষের সামনে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে।’

আনন্দ মেলা সম্পর্কে মন্ত্রী আরও বলেন, ‘যারা বঙ্গবন্ধুর সঙ্গে মিশেছেন তারা তার আদর্শকে লালন করে বেঁচে আছেন। এখনকার আমাদের যে তরুণ সমাজ, তারা বঙ্গবন্ধুকে দেখে নাই। এমনকি মুক্তিযুদ্ধও করার সুযোগ পায় নাই। তাদের সঙ্গে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেয়া অত্যন্ত জরুরি। বঙ্গবন্ধুর সঙ্গে মিশেছেন এমন অনেককেই আমরা এই আনন্দ মেলায় নিয়ে এসেছি। যাতে তাদের কাছ থেকে শুনে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারে তরুণ সমাজ।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, ইআরডি সচিব মনোয়ার আহমেদ, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

মেলায় মুজিব বর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর