পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাথর শ্রমিক নিহত

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-09-01 16:26:55

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে সমতল ভূমিতে পাথর উত্তোলনের দাবিতে অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে জুমার উদ্দিন (৫৫) নামে এক পাথর শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন । এ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ভজনপুর বাজারের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধের ডাক দেয় এলাকার পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা।

নিহত জুমার উদ্দিন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার দেবারু মোহাম্মদের ছেলে।

জানা গেছে, আজ সকালে সমতল ভূমিতে মাটি কেটে পাথর উত্তোলনের দাবিতে মহাসড়ক অবরোধ ও হরতালের অঘোষিত ডাক দেয় পাথর শ্রমিক ও ব্যবসায়ীরা। পরে মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সিরাজউদ্দৌলা পলিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জানা গেছে এই ঘটনায় আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেককেই গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

গুলিবিদ্ধরা হলেন- তেঁতুলিয়ার হাউয়াজোট এলাকার আজিজুল ইসলাম (৬০), বালুবাড়ি গ্রামের সাইদুল ইসলাম (৪৫) ও গোলাপ দিঘর এলাকার আজিমুদ্দি মিয়া (৩৫)।

এ সম্পর্কিত আরও খবর