নৈতিকতায় মানবিক রাষ্ট্র গঠন করতে হবে: পলক

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-26 12:40:39

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘মানবিক রাষ্ট্র গঠনের জন্য শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু ভালো ফলাফলের দিকে মনোনিবেশ নয়, ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে।’

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নাটোরের সিংড়ায় কোর্ট মাঠ চত্বরে চলনবিল শিক্ষা উৎসব-২০২০ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ এখন উন্নয়নের মহাসড়কে। নানা সূচকে দেশ সমৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে। বিগত দিনগুলোতে একজন শিক্ষার্থী বই না পেলে বা স্কুলে যেতে না পারলে সরকারের কোনো দায় ছিল না। আওয়ামী লীগ সরকার গত এক দশকে শিক্ষার্থীদের শিক্ষার চাহিদা নিজের করে নিয়েছে। এখন টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয় না। ভবিষ্যতেও হবে না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষিত যুবকদের চাকরির জন্য যাতে কোনো খালু, মামা, চাচা বা রাজনৈতিক নেতার কাছে ছুটতে না হয় সেজন্য এই মুজিববর্ষেই গভর্নমেন্ট জব পোর্টাল ওপেন হবে। এই পোর্টালে সরকারের বিভিন্ন দফতরের চাকরির বিজ্ঞপ্তি ও চাকরি প্রার্থীদের তালিকা থাকবে যাতে সব প্রার্থীর তালিকা সরকারের নজরে থাকে। এর মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

পলক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশর প্রধান হাতিয়ার হবে প্রযুক্তি। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার বেকার সমস্যা দূর করতে পদক্ষেপ নিয়েছে। বর্তমানে দেশে শিল্প উদ্যোক্তা তৈরি ও শিল্প বিপ্লব ঘটাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আ’লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর