অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশি পুলিশের হাতে আটক হওয়া ১১ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রামগঞ্জ থানা পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাদের কার্যক্রম শেষে ভারতে ফেরত পাঠায়।
এর আগে শনিবার (২৫ জানুয়ারি) রাতে ওই ১১ ভারতীয় নাগরিককে আটক করেছিল রামগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, ওই ১১ ভারতীয় নাগরিক গত বছরের ১৪ আগস্ট দুই মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসে। পরে তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষের কথা জানতে পারে পুলিশ। এরপর অবৈধ অভিবাসী হিসেবে তাদের আটক করা হয়। তাদের বাংলাদেশে আত্মীয়-স্বজন রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাসুম বার্তা২৪.কমকে জানান, ওই ১১ নাগরিক সাধারণ নিয়মে ভারতে ফিরেছেন।