জলাতঙ্ক নির্মূলে আশুগঞ্জে কুকুরদের টিকা দেয়া হবে ৩০ জানুয়ারি

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-12 15:44:34

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জলাতঙ্ক নির্মূলে কুকুরদের টিকা দেয়ার উদ্দেশে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুকুরদের টিকা দেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় ওই সভা অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈনুল হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. নূরজাহান বেগম, জুনোটিক ডিজিজ কন্ট্রোল ডিভিশনের এমডিভি এক্সপার্ট ডা. এম. মুজিবুর রহমান, এমডিভি সুপারভাইজার মো. আবু হানিফ, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফ উদ্দিন চৌধুরী, লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল খায়ের প্রমুখ।

সভায় বক্তারা জানান, জলাতঙ্ক একটি মরণব্যাধি। এই রোগের মৃত্যুর হার শতভাগ। এটি মূলত কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। তাই ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করতে কুকুরদের টিকা দেয়া হবে। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কুকুরদের টিকা দেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর