লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ভূঁইয়া ছুট্টু (৬৮) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
সাইদুল ইসলাম লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, সাইদুল ইসলাম জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক সূত্র জানায়, সাইদুল ইসলাম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিহতের মরদেহ দাফন করা হবে।