আজমিরীগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ | 2023-08-25 05:43:36

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছেলের লাঠির আঘাতে বাবার নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। এ ঘটনায় রাতে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার জলসুখার শঙ্খমহল উত্তরপাড়া গ্রামের মো. নাজিম উদ্দিন (৫২) ও তার বড় ছেলে মো. তোফাজ্জল মিয়ার (২৮) বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে তোফাজ্জল লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে নাজিম উদ্দিন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন শনিবার তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রোববার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।

এ ঘটনায় আজমিরীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে ঘাতক ছেলে তোফাজ্জলকে জলসুখা বাজার থেকে আটক করে।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বলেন, ‘এ ঘটনায় ঘাতক ছেলে তোফাজ্জলকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের ছোট ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

এ সম্পর্কিত আরও খবর