ফেনীতে মাদক, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে প্রায় দুই হাজার শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে লাল সবুজ উন্নয়ন সংঘ নামের একটি সংগঠনের উদ্যোগে শরিষাদী উচ্চ বিদ্যালয়, শরিষাদী বালিকা বিদ্যানিকেতন ও শরিষাদী আলজামিয়াতুল মিল্লীয়া মাদরাসার প্রায় ২ হাজর শিক্ষার্থী লাল কার্ড দেখানো কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় তারা মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলার পাশাপাশি নিয়মিত পড়াশুনা করে যোগ্য নাগরিক হওয়া ও সবসময় সত্য কথা বলার শপথ নেয়। ফেনী সদরের শরিষাদী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সচেতনতামূলক এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
এসময় শরিষাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উদ্দিন, বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি মো. আবুল হাসেম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনটির চান্দিনা শাখার সভাপতি সৌরভ মাকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।