চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী গোলাপ হাসদা (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজশাহী জেলার তানোর উপজেলার পিপড়াকান্দা গ্রামের শ্রী পরেমশ্বরের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়শই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে ২০১৩ সালের ৪ আগস্ট রাতে স্বামী গোলাপ হাসদা নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের খিকটা গ্রামের শীতল স্বরনের মেয়ে সাবিনা স্বরেনকে মাথায় কোদাল দিয়ে আঘাত করলে তিনি মারা যান। এ ঘটনায় মৃতের ভাই অসিন স্বরেন বাদী হয়ে গোলাপ হাসদাকে আসামি করে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন ২০১৪ সালের ২৬ জানুয়ারি তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদি শেষে আদালতের বিচারক গোলাপ হাসদাকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন। তবে আসামি পলাতক রয়েছে।