গাজীপুরে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-17 07:07:07

গাজীপুরে তিনটি অবৈধ ইটভাটা এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে সেগুলোকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে জেলার মির্জাপুর এলাকার অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়।

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার, সহকারী উপ-পরিচালক আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার এবং র‌্যাব, পুলিশ ও গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম সরকার বার্তা২৪.কমকে বলেন, এটিবি ব্রিকস, মেসার্স ভাই ভাই ব্রিকস (বিএবি) ও মেসার্স প্রিন্স হিমেল ব্রিকসের (পিএইচবি) মালিকদের যথাক্রমে ৫ লাখ করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া রুফিয়া ব্রিকস (আরবিএল) নামক আরেকটি ইটভাটাকে জরিমানা না করলেও এটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে গাজীপুর জেলার সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।

এ সম্পর্কিত আরও খবর