এক ঘণ্টা ৭ মিনিট পর সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল আবারো শুরু হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন যাত্রী নিয়ে আটকা পড়লে ট্রেন চলাচল বন্ধ থাকে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ট্রেন চলাচল বন্ধ থাকে।
শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন জানান, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেন বুধবার বিকেল ৪টা ৩৩ মিনিটে স্টেশন ছেড়ে যায়। শ্রীমঙ্গল-ভানুগাছ রেলস্টেশনের মাঝামাঝি লাউড়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম ট্রাবল উইস পাইপ (যেখান দিয়ে হাওয়া বের হয়) খুলে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল বন্ধ হলে দ্রুত মেরামতে নেমে পড়েন ট্রেন কর্মকর্তারা। বিকেল ৫টা ৪০ মিনিটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময়ের মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন বলেন, ‘পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম লাইন (হাওয়ার লাইন) কাজ না করায় চাকা জ্যাম হয়ে ট্রেনটি আটকা পড়ে। ট্রেনের ইঞ্জিনের ব্যাকুয়াম মেরামত করে বিকেল ৫টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।’