কুমিল্লায় ৪ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এদের মধ্যে আপন দুই ভাই রয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
আটককৃত ওই মাদক কারবারিরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৩৫), চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান (৪০) ও তার ভাই মো. আবু সুফিয়ান (২৮)।
মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, বৃহস্পতিবার ভোররাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩৬০ পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করছেন। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।