৯ দিন পর গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিল বিএসএফ

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-31 23:06:46

নিহতের ৯ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে গরু ব্যবসায়ী হানেফ আলীর মরদেহ ফেরত দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জানুয়ারি বেনাপোল সীমান্তের অগ্রভুলট দিয়ে ভারতে গরু আনতে যায় হানেফ। এ সময় বিএসএফ‘র সদস্যারা তাকে ধরে নিয়ে যায়। এরপর শারীরিক নির্যাতন করে হত্যা করে। বিষয়টি নিহতের পরিবারের সদস্যরা জানতে পেরে বিজিবিকে জানায়। পরে বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। বৈঠকে বিএসএফ জানায়, মরদেহ সনাক্ত হলে ফেরত পাঠানোর চেষ্টা করবে।

মরদেহ গ্রহণকারী হানেফের মামাতো ভাই বিল্লাল হোসেন বার্তা২৪.কম-কে জানান, হানেফকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে হত্যা করে বিএসএফ। অনেক চেষ্টা করে নয় দিন পর তারা মরদেহ ফেরত পেলেন।

এ সম্পর্কিত আরও খবর