নোয়াখালীতে উপকূলীয় ১৯ জেলার যুব ক্যাম্প অনুষ্ঠিত

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-16 14:20:13

নোয়াখালীতে শহীদ ভুলু স্টেডিয়ামে উপকূলীয় ১৯ জেলাসহ ৩৫টি রেডক্রিসেন্ট সোসাইটির মেম্বারদের সমম্বয়ে উপকূলীয় যুব ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ৪ দিনব্যাপী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাাইটির ২য় উপকূলীয় যুব ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডাঃ মো. হাবিবে মিল্লাত, বিডিআরসিএস'র ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডাঃ শেখ মো. শফিউল আজম, কংজুরী চৌধুরী, মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফর রহমান চৌধুরী হেলাল ও নোয়াখালী জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ এইচ এম খায়রুল আনম সেলিম। ৪ দিনব্যাপী অনুষ্ঠানে ১ ফেব্রুয়ারি বিকেলে সমাপনী ও ২য় পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ও বিডিআরসিএস'র উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম।

নোয়াখালী রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অনুষ্ঠানে উপকূলীয় ১৯ জেলাসহ মোট ৩৫ জেলার যুব ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এতে ২ হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপকূলীয় ১৯টি জেলার ৫১২টি শিক্ষা প্রতিষ্ঠানে আর্ত মানবেতর সেবাকে গতিশীল করার জন্য যেকোনো দুর্যোগে প্রাথমিক চিকিৎসা, নেতৃত্ব উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, সন্ধান ও উদ্ধারসহ সকল কর্মসূচি বাস্তবায়নের দিক নির্দেশনা দেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর