অপহরণ করে ভারতে পাচারের প্রায় ১৪ মাস পর দেশে ফিরেছে শিক্ষার্থী সোহাগী খাতুন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে এ খবর নিশ্চিত করেন বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মাহমুদ।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশি পুলিশের কাছে ভারতীয় পুলিশ সোহাগীকে হস্তান্তর করে বলে জানান তিনি।
সোহাগী খাতুন জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবী গ্রামের সহিদুল ইসলাম ভুট্টুর মেয়ে। সে ৮ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সোহাগী খাতুনকে ২০১৮ সালের ১৪ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। অপহরণের পর তাকে ভারতে পাচার করা হয়।
২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ভারতের শিলিগুড়ির পায়েল সিনেমা হলের কাছ থেকে স্থানীয়রা উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। এর পর ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করলে সোহাগীকে ফেরতের জন্য ভারতে চিঠি পাঠায়।
এ ঘটনায় একটি অপহরণের মামলা আদালতে বিচারধীন রয়েছে বলে জানান হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল।