মৃত্যুর ৪৯ বছর পর গাজীপুরে এক মুক্তিযোদ্ধার কবর স্থানান্তর করে পুনরায় জানাজার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা 'গার্ড অব অনার' প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন অছিরের কবর গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর থেকে নগরীর ভোগড়ায় তার পারিবারিক কবরস্থানে স্থানান্তর করা হয়।
বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ এবং ওয়াসিউজ্জামান। এ সময় তাদের নেতৃত্বে কফিন জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় শহীদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, অধ্যাপক আব্দুল বারী প্রমুখ।
সবশেষে জন-সাধারণের অংশগ্রহণে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।
শহীদের ছোট ভাই গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাফ হোসেন জানিয়েছেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ১৬ অক্টোবর সদর উপজেলার ডগরীতে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন তোফাজ্জল। এরপর সেখানেই তাকে দাফন করা হয়েছিলো।
তিনি আরও জানান, মা-বাবার ইচ্ছে পূরণের জন্য ইসলামি রীতি মেনে কবর থেকে কঙ্কাল (হাড়) তুলে পারিবারিক কবরস্থানে স্থানান্তর করা হলো। এতো বছর পরও ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।