নীলফামারীতে ২০১৮ সালের এসএসসি প্রশ্নপত্রে পরীক্ষা!

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-30 06:43:13

নীলফামারীতে ২০১৮ সালের এসএসসি প্রশ্নপত্রে পরীক্ষা দিল ৯৮ শিক্ষার্থী। ১ ঘণ্টা ২৫মিনিট পরীক্ষা দেওয়ার পর বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। পরে, ২০২০ সালের প্রশ্ন পত্রে তাদের আবারো পরীক্ষা দিতে হয়।

এসএসসি পরীক্ষার প্রথম দিন সোমবার (৩ জানুয়ারি) জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে এই ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, পুরনো সিলেবাসের একজন পরীক্ষার্থী ছিল সেখানে। সে জন্য বোর্ড থেকে নিয়মানুযায়ী পুরনো ছাত্রদের জন্য প্রায় ১০০টি প্রশ্ন দেওয়া হয়। ভুলবশত সেই প্রশ্নগুলোই বিতরণ করা হয়। ভুল প্রশ্নেই ১ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিষয়টি শিক্ষকদের জানালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করে এবং বোর্ডের সাথে কথা বলেন।

কেন্দ্র সচিব মাহাফিজুর রহমান বলেন, ‘আমার এখানে ১জন পুরনো সিলেবাসের পরীক্ষার্থী ছিল। তার জন্য একটি প্যাকেটে প্রশ্ন আসে। সেটি দুই রুমে বিতরণ করা হয়।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে বোর্ডের সাথে কথা বলে পরীক্ষার নির্ধারিত সময়ের পর ১ঘন্টা ২৫মিনিট ২০২০সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়া হয় তাদের।

 

এ সম্পর্কিত আরও খবর