কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় দফায় ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠান চলছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে টেকনাফ সরকারি কলেজ মাঠে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম।
দীর্ঘ দিন ‘সেফহোমে’ থাকা প্রায় ২১ ইয়াবা কারবারি আত্মসমর্পণ করতে যাচ্ছেন। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণ করছেন তারা। তবে আত্মসমর্পণ অনুষ্ঠানকে ঘিরে সমাবেশে হাজার হাজার লোকজন সমবেত হয়েছেন।
এর আগে গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি ১০২ জন চিহ্নিত ইয়াবা কারবারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে আনুষ্ঠানিক আত্মসমর্পণের প্রক্রিয়া শুরু হয়।