বাউবির বিএ, বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-31 14:36:14

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৮ সালের ব্যাচেলর অব আর্টস (বিএ) এবং ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স (বিএসএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬৩ দশমিক ৮২ শতাংশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মহা. শফিকুল আলম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৫১ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৩২ হাজার ৮৩৮ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ১৮ হাজার ৯৬ জন ছাত্র এবং ১৪ হাজার ৭৪২ জন ছাত্রী রয়েছে।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফল বাউবির ওয়েবসাইট (bou.ac.bd) থেকে এবং মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে bou<space>student ID লিখে ২৭৭৭ নাম্বারে পাঠিয়ে জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর