নাটোরে এসএসসি পরীক্ষা দেয়নি ২০৪ শিক্ষার্থী

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-05 09:06:20

শান্তিপূর্ণ পরিবেশে নাটোরে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথম দিন জেলার ৭টি উপজেলার ৪৫টি কেন্দ্রে মোট ২১ হাজার ৮১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ২০৪ জন পরীক্ষার্থী।

নাটোর জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাটোরে বাংলা ১ম পত্র পরীক্ষায় এসএসসিতে ১৭ হাজার ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৭ হাজার ৯ জন, অনুপস্থিত ছিল ৭২ জন। ভোকেশনাল পরীক্ষায় ৩ হাজার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩ হাজার ৫ জন, অনুপস্থিত ছিল ৪৭ জন এবং দাখিল পরীক্ষায় ১ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৬০১ জন এবং ৮৫ জন অনুপস্থিত ছিল। প্রথম দিনের বাংলা পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

এ সম্পর্কিত আরও খবর