সাভারে অভিযান চালিয়ে মো. রাকিবুল ইসলাম সজিব (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাভারের মুসলিম কাজীপাড়া গ্রামের মো. মামুন অর রশিদের এভারগ্রিন ডিটারজেন্ট ফ্যাক্টরির পাশ থেকে তাকে আটক করা হয়। আটক রাকিবুল ইসলাম সজিব সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগন্বীবাড়ী গ্রামের কুরবান আলীর ছেলে। তিনি মোটরসাইকেলযোগে সাভারের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে জানা গেছে।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে রাকিবুলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে ফেনসিডিল ক্রয় করে তা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করে আসছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রাকিবুল।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।