দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রলীগের শীর্ষ ছয় ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রলীগের ৬ নেতাকে সাময়িক বহিষ্কার করা হলো।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন উক্ত বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, সহ-সভাপতি রূপম দাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল, দফতর সম্পাদক নুর আলম, উপ-দফতর সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীনকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।