ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ডাকবাংলার নাথকুন্ডু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আশা (৩৫) ও জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সুলতান খানের ছেলে আশানুর রহমান (৩৮)।
র্যাব ৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নাথকুন্ডু এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে কৌশলে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আসাদুল ইসলাম ও আশানুর রহমান নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি কাটা রাইফেল ও ২ রাউন্ড গুলি জব্দ দকরা হয়।
তিনি জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।