নওগাঁর মান্দায় আন্তঃজেলার ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মান্দা উপজেলার চাক উমেদ গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পিবিআই নওগাঁর উপ-পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার সদর উপজেলার সুন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম (২৫), কালাই উপজেলার পাইগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে সামসুল ইসলাম(২৫), ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের মৃত বাহার মুন্সির ছেলে মিলন (২৫) এবং একই গ্রামের শামসুল হকের ছেলে শাহিন (২২)।
পিবিআই নওগাঁর উপ-পরিদর্শক আব্দুল হান্নান বার্তা২৪.কমকে বলেন, ২০১৮ সালের মান্দার প্রসাদপুর বাজারে আব্দুস সাত্তারের মোবাইলের দোকানে চুরি হয়। এ ঘটনায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে পিবিআইকে মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আটক শাহিন এই মামলার আসামি। মূলত তাকে ধরতে গিয়ে দেখা যায় অন্যান্য সহযোগীসহ শাহিন মান্দায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
তিনি আরো বলেন, আজ দুপুর ২টার দিকে এবিষয়ে একটি প্রেস কনফারেন্স করা হতে পারে। এরপর তাদের বিরুদ্ধে মান্দা থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।