নোয়াখালীতে সোয়া লাখ মিটার কারেন্টজাল ধ্বংস

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-24 09:51:38

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার  মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি বিন্ধি জাল জব্দ করেছে নৌ-পুলিশ। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নলচিরাঘাট এলাকায় আগুন দিয়ে জালগুলো ধ্বংস করা হয়। এর আগে বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার নলচিরা, তমরদ্দি, সোনাদিয়ার সন্নিকটে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

হাতিয়ার নলচিরা ঘাটের নৌ-পুলিশের ইনচার্জ মো. একরাম উল্লা জানান, প্রতিদিনের মত মঙ্গলবারও নৌ-পুলিশ মেঘনা নদীতে টহল দেওয়া হয়। এসময় কিছু মাছ ধরার কয়েকটি নৌকায় বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১লাখ ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি বিন্ধি জাল জব্দ করা হয়।

তিনি আরো জানান, এসময় কয়েকজন জেলেকে আটক করার পর আগামীতে কারেন্টজাল ব্যবহার করবে না এ মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর