বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম বিতরণ

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-23 07:13:17

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণের একটি প্রকল্পের আওতায় পানি অপচয় রোধে প্রান্তিক ১৮ কৃষকের মাঝে বিভিন্ন কৃষি সরঞ্জাম প্রদান করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে সরঞ্জামগুলো তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আশরাফুর জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহজাহান আলী খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ মো. আমিনুল ইসলাম, মাহবুব আলী খান, সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেনসহ ভুক্তভোগী কৃষকেরা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলী খান বার্তা২৪.কমকে বলেন, কৃষকের পানি অপচয় রোধকল্পে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভাবিত ড্রিপ সেচ পদ্ধতি খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বালিয়াকান্দির ১৮ কৃষকের মাঝে ৬টি হ্যান্ড শাওয়ার , ৬টি ড্রিপ সেচ পদ্ধতি ও ৬টি ফিতা পাইপ বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর