দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২য় সমাবর্তন আজ বুধবার (৫ ফেব্রুয়ারি)। সমাবর্তনে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের সভাপতিত্বে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর এ. কে আজাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।
সমাবর্তনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ তার আশপাশের এলাকা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হারুনর রশীদ জানান, এবারের সমাবর্তনে প্রায় ৩ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। যার মধ্যে স্নাতক ১ হাজার ৯৬৮ জন, স্নাতকোত্তর ৯৫১ জন ও পিএইচডি নয় জন অংশগ্রহণ করছেন। সমাবর্তনে মোট ৬৩ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হবে।